30 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম রাফসান জামান

লেখক থেকে আরো

সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান নামের এক শিক্ষার্থী।  

তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) কেন্দ্র থেকে মেডিকেল প্রথম বর্ষের এ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

রোববার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, এবার মেডিকেল ভর্তির পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েছেন রাফসান জামান নামের এক শিক্ষার্থী।

তিনি লিখিত পরীক্ষায় ৯৪ দশমিক ২৫ নাম্বর পেয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়েছেন।

এছাড়া মেয়েদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নাম্বার হলো ৮৮।

এর আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি জানান, এবার মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। মোট পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।  পাস করাদের মধ্যে ছেলে ২০ হাজার ৮১৩ জন ও মেয়ে ২৮ হাজার ৩৮১ জন৷ ছেলেদের পাসের হার ৪২ দশমিক ৩১ শতাংশ এবং মেয়েদের পাসের হার ৫৭ দশমিক ৬৯ শতাংশ।

সরকারি ও বেসরকারি ১০৮টি মেডিকেল কলেজে মোট আসন রয়েছে ১১ হাজার ১২২টি। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি৷ ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে প্রতিটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১২ জন শিক্ষার্থী।

সরকারি মেডিকেল কলেজে মেধা তালিকায় ভর্তি হতে পারবেন ৩ হাজার ৩৮৪ শিক্ষার্থী। এছাড়া জেলা কোটায় ৮৪৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন এবং উপজাতি কোটায় ৩১ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ