চলতি মাসে পর পর একাধিক দুর্ঘটনাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না সরকারের শীর্ষ মহল। সাধারণ জনগণও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আলোচনার মাধ্যমে সন্দেহ প্রকাশ করছেন। এগুলো নিছক দুর্ঘটনা নাকি অন্যকিছু? সবশেষ গত ৭ মার্চ রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন। ঘটনার দুই দিন পরেও বিস্ফোরণের মূল কারণ জানাতে পারেনি কেউ। কেউ কেউ বলছে গ্যাস জমে এই বিস্ফোরণ, আবার তিতাস বলছে কোনো গ্যাস ছিল না। অনেকে বলছে সুয়ারেজের গ্যাস থেকে এই বিস্ফোরণ। এখানেও প্রশ্ন রয়েছে, সুয়ারেজের গ্যাস কি পাইপ দিয়ে উপরে উঠে না? তাহলে তো ভবনের প্রতিটি ফ্লোরেই গ্যাস থাকার কথা! তবে শুধু সুয়ারেজের গ্যাসে এতো বড় ভয়াবহ বিস্ফোরণ সম্ভব কিনা তা ভাবিয়ে তুলেছে বিশ্লেষকদের। এছাড়া এখানে প্রাথমিকভাবে বোমা বা বারুদের কোনো অস্তিত্ব পাননি তদন্তকারী আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা।
তাহলে প্রশ্ন হলো এই বিস্ফোরণ হয়েছে কিভাবে? এর আগে ৫ মার্চ একই ধরনের বিস্ফোরণে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ৩ জনের মৃত্যু হয়। এর আগে ২০২১ সালের ২৭ জুন সন্ধ্যার পর মগবাজারের ‘রাখি নীড়’ নামের ভবনের নিচতলায় একই ধরনের বিস্ফোরণ ঘটে। সেই ঘটনায় ১২ জনের মৃত্যু হয়। আহত হন দুই শতাধিক ব্যক্তি। এসব ঘটনা যদি শুধুই গ্যাসের কারণে হয়ে থাকে তাহলে রাজধানী রীতিমতো গ্যাস চেম্বার হয়ে আছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে এমন দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন তারা। এদিকে বৃহস্পতিবার রাজধানীর রামপুরায় একটি ভবনে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে একজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর রামপুরার পলাশবাগ, উলন রোডের ৫ তলা ভবনের পঞ্চম তলার ছাদের চিলেকোঠার পাশে নির্মিত কক্ষে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির নাম আব্দুল হাই জামালী বিপু। তার বয়স আনুমানিক ৪৫ বছর। নিহত বিপু মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে দাবি করেছেন তার ভাই আবু সাইদ সোহাগ।
অন্যদিকে মার্চের এক সপ্তাহের মধ্যে রাজধানীসহ বন্দরনগরী চট্টগ্রাম ও পর্যটননগরী কক্সবাজারে সংঘটিত বিভিন্ন দুর্ঘটনাকে স্বাভাবিকভাবে নিচ্ছে না সরকারের শীর্ষমহল। দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছেও এগুলো স্বাভাবিক কোনো ঘটনা নয়। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনাকে কেউ এখন পর্যন্ত নাশকতা হিসেবে দেখছেন না। তাই প্রতিটি ঘটনার পেছনে কারও কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না বা কী কারণে এসব ঘটনা ঘটছে সেগুলো খতিয়ে দেখার কথা বলেছেন তারা।