27 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

গ্যাসের খোঁজে ভোলায় আরও একটি কূপ খনন শুরু

লেখক থেকে আরো

গ্যাস অনুসন্ধানে ভোলায় ইলিশা-১ নামে একটি কূপ খনন শুরু করেছে বাপেক্স।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ খনন কাজ করে বাপেক্সের একটি প্রতিনিধি দল।

আগামী জুন মাসের মধ্যেই খনন কাজ শেষ করবে বাপেক্স।

এটি জেলার নয় নম্বর কূপ।

এখানেও বিপুল পরিমাণ গ্যাসের মিলবে বলে ধারণা করছেন বাপেক্স কর্মকর্তারা।  

এখান থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা।

তাদের ধারণা,  এ কূপে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে।

এর আগে ২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপে এখানে গ্যাসের সম্ভাবনা পায় বাপেক্স।

বাপেক্সের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের আওতায় ৯ মার্চ তৃতীয় কূপ ইলিশা-১ কূপ খনন কার্যক্রম শুরু করা হয়েছে।

দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার।  এর অংশ হিসেবে ইলিশা-১ কূপ খনন কার্যক্রম শুরু করতে রাশিয়ার বহুজাতিক জ্বালানি সংস্থা গ্যাজপ্রম কর্তৃক  ইলিশা-১ স্থাপনায় ড্রিলিং রিগ, প্রকৌশল যন্ত্রাংশ, খনন মালামাল, তৃতীয় পক্ষীয় সেবা সংক্রান্ত মালামাল ও বৈদেশিক কারিগরি জনবল মোবিলাইজেশন কার্যক্রম সম্পন্ন করার করার পর  মূল খনন কাজ শুরু হয়। ভূতাত্ত্বিক বিশ্লেষণ এবং ডিপিপি অনুযায়ী ইলিশা-১ কূপে আনুমানিক ৩৪০০  গভীরতা পর্যন্ত খনন এবং তিনটি স্তরে ডিএসটির (ড্রিল স্টেম টেস্ট) পরিকল্পনা রয়েছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ