নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে কথিত জিনের বাদশা নামধারী শহীদুল ইসলাম ওরফে সহিদ উল্যা (৫০) নামে এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে আটক কথিত জিনের বাদশাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শহীদুল ইসলাম উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাতানো ফাঁদে প্রতারক জিনের বাদশা শহিদুলকে আটক করা হয়। জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূর থেকে প্রতারক শহিদুল জিনের ভয় দেখিয়ে ঝাড় ফুঁক, কবিরাজির কারসাজি করে ৮ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডিবির পাতানো ফাঁদে অভিযুক্ত সহিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিনের বাদশা অর্থ অত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।