30 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

রমজানেও ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের নির্দেশ ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রীর

লেখক থেকে আরো

রমজানেও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের বাড়িঘর ধ্বংসের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতিমার ইবনে গিফির। সোমবার (৬ মার্চ) ইসরাইলের স্থানীয় গণমাধ্যম এ খবর প্রকাশ করে।

ইবনে গিফির গণমাধ্যমকে জানান, ‘রমজান এলেই যে আমরা আইনবিরোধী লোকজনকে ছেড়ে দেব, বিষয়টি এমন নয়। রমজানেও আমরা আমাদের অভিযান অব্যাহত রাখব।’

ইবনে গিফিরকে এমন পদক্ষেপ থেকে নিবৃত্ত থাকার আহ্বান জানিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ। কিন্তু তিনি সেটা গ্রাহ্য করেননি। বরং সেনাবাহিনীকে পুরোদস্তুর হামলার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। এ নির্দেশনার পর থেকে ইসরাইল সেনাবাহিনী হামলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে।

ইসরাইলী গণমাধ্যম জানায়, দেশটির প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহু সম্প্রতি নিরাপত্তা পরিষদের সাথে কথা বলেছেন। সেখানে সিদ্ধান্ত হয়েছে, ইবনে গিফিরকে পূর্ব জেরুজালেম ইস্যুতে নিবৃত্ত রাখা হবে।

এমন সিদ্ধান্তে এ অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছে দেশটির সম্প্রচার কর্তৃপক্ষ।

সূত্র : আলজাজিরা মুবাশির

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ