28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ছাত্রকে বলাৎকার: মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

লেখক থেকে আরো

রাজধানীর দক্ষিণখান থানাধীন সরদার বাড়ি আলকাসিম মারকাজুত তাহফিজ মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকারের দায়ে প্রতিষ্ঠানটির শিক্ষক মো. হাসমত আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক সামছুন্নাহার এ রায় দেন।

কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাস সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের স্পেশাল পাবলিক প্রসিকিউটর আলী আসগর স্বপন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

রায় ঘোষণার সময় আসামি হাসমত আলী আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা মূলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, ২০১৯ সালের ২৬ নভেম্বর মাদ্রাসার নাজারা বিভাগের ৯ বছরের ওই শিক্ষার্থীকে বলাৎকার করেন হাসমত আলী। বিষয়টি কাউকে না জানাতে ছাত্রকে হুমকি দেন তিনি। পরে শিশুটি ঘটনার কথা তার মাকে জানায়। তার মা বাদী হয়ে ওই বছর ১ ডিসেম্বর দক্ষিণখান থানায় মামলা করেন।  

মামলাটি তদন্ত করে দক্ষিণখান থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম আসামি হাসমত আলীকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ২০২০ সালের ১২ অক্টোবর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ