27 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

আমরা ইতিমধ্যে দেউলিয়া হয়ে গেছি: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

লেখক থেকে আরো

চরম আর্থিক সংকট চলছে পাকিস্তানে। অর্থনৈতিক বিপর্যয় কাটাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৬ বিলিয়ন ডলার ঋণ সহায়তা চেয়েছে দেশটি। তবে প্রায় ১০ বার বৈঠক করেও ঋণচুক্তিতে পৌঁছাতে ব্যর্থ শেহবাজ শরিফের সরকার। এর মধ্যেই দেশটি দেউলিয়া হয়ে গেছে বলে বিস্ফোরক মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।

শনিবার শিয়ালকোটে অনুষ্ঠিত এক সমাবর্তন অনুষ্ঠানে আসিফ বলেন, পাকিস্তান ইতিমধ্যে ঋণখেলাপি হয়ে গেছে এবং আমরা এক দেউলিয়া দেশে বাস করছি। দেশের প্রায় সবাই এর জন্য ক্ষমতাচক্র-আমলাতন্ত্র, রাজনীতিবিদসহ দায়ী সবাই।

গভীর এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচার উপায়ও জানিয়ে দিচ্ছেন তিনি। খাজা আসিফ বলেন, এ সমস্যার সমাধান দেশের ভেতরেই আছে—আইএমএফের কাছে নয়। পাকিস্তানের দামি সরকারি জমিতে যে দুটি বিলাসবহুল গলফ কোর্স আছে, সে দুটি বিক্রি করলে দেশটির এক-চতুর্থাংশ ঋণ পরিশোধ করা সম্ভব হবে।

তিনি বলেন, গত ৩৩ বছর ধরে তিনি পাকিস্তানের সংসদ সদস্য, কিন্তু এর মধ্যে ৩২ বছর ধরেই রাজনীতির অবক্ষয় দেখছেন।

খাজা আসিফের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, চলমান অর্থনৈতিক সংকট মেটাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সরকারি ব্যয় হ্রাস করে কৃচ্ছ্রসাধনের নীতি ঘোষণা করবেন। ভয়াবহ আর্থিক সংকট মোকাবিলায় ইতিমধ্যে সরকারি কর্মচারীদের বেতন কমানোর সিদ্ধান্ত নিয়েছে পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার।

বুধবার প্রধানমন্ত্রী শাহবাজসহ পিএমএল (এন)-এর ১২ জন পূর্ণমন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে জোট সরকারের আরেক গুরুত্বপূর্ণ দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ