31 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

চীনা বেলুন ভূপাতিত করার জন্য ক্ষমা চাইবেন না বাইডেন

লেখক থেকে আরো

চীনা নজরদারি বেলুন গুলি করে ধ্বংস করার জন্য ক্ষমা চাইবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ড জো বাইডেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলুনকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ কথা জানান।

গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের আকাশে চীনা নজরদারি বেলুন ফাইটার জেটের সাহায্যে গুলি করে ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্র দাবি করেছে, এগুলো ‘গোয়েন্দা বেলুন’। এই ঘটনার পর প্রথমবার জনসমক্ষে এ বিষয়ে বক্তব্য দিলেন বাইডেন। 

তিনি বলেন, ‘আমি এই বিষয়ে চীনা প্রেসিডেন্ট শির সঙ্গে আলোচনা আশা করছি এবং আমরা এই বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখব।’

তিনি আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র নতুন করে কোনো স্নায়ুযুদ্ধের সূচনা করতে চায় না। তবে আমি বেলুন ভূপাতিত করার ঘটনায় ক্ষমা চাইব না।’ মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি সব সময়ই মার্কিন জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাব।’ 

তিনি জানান, প্রথম বেলুনটি ধ্বংস করার পরে আরো যে বেলুন বা বস্তুগুলো নজরে এসেছিল, সেগুলো চীন বা অন্য কোনো দেশের কি না তা  নিয়ে এখনো দেশটির গোয়েন্দা সংস্থাগুলো কোনো তথ্য দেয়নি। তবে যুক্তরাষ্ট্রের আকাশসীমার নিরাপত্তা রক্ষা করতে সব রকমের ব্যবস্থা নিতে অঙ্গীকারবদ্ধ তিনি।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ