27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ভূমিকম্পের ১১ দিন পর ১২ বছরের শিশু জীবিত উদ্ধার

লেখক থেকে আরো

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলের ধ্বংসস্তূপের নিচ থেকে ১২ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির বার্তা সংস্থা আনাদোলুর বরাত দিয়ে দ্য ব্রাসেলস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, হাতায়ে প্রদেশের একটি ধসে পড়া ভবনের নিচে ২৬০ ঘণ্টা আটকে ছিল ছেলেটি।

এর আগে ভূমিকম্পের ২৪৮ ঘণ্টা পর কাহরামানমারাস প্রদেশের দুলকাদিরোগলু জেলার একটি ধ্বংসস্তূপের নিচ থেকে আলেয়ানা ওলমেজ নামে এক কিশোরীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

তার বয়স ১৭।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটির খবরে বলা হয়েছে, উদ্ধারের সঙ্গে সঙ্গে আলেয়ানা ওলমেজকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

এদিকে শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৪৪ হাজার ছুঁইছুঁই। দুই দেশে নিহত হয়েছেন অন্তত ৪৩ হাজার ৮৫৮ জন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) আল জাজিরা এই খবর জানিয়েছে।

তুরস্কের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে, দেশটিতে অন্তত ৩৮ হাজার ৪৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, সরকার নিয়ন্ত্রিত অঞ্চলে এক হাজার ৪১৪ জন নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে চার হাজার ৪০০ জন নিহত হয়েছেন।  

গেল ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানে। পরে দুপুরের দিকে আরও একটি শক্তিশালী ভূমিকম্প তুরস্কে আঘাত হানে।  

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ