28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ঘোড়া দিয়ে বছরে আয় লাখ টাকা

লেখক থেকে আরো

ঘোড়া দিয়ে বছরে লাখ টাকা আয় করছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার জয়নুদ্দিনপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৪৫)। তার মতো এই পাড়ায় আরও পাঁচ-ছয়জন আছেন, যারা ঘোড়া দিয়েই আয় করছেন।

এ বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা গেছে, গ্রামাঞ্চলে গরু ও মহিষ দিয়ে হালচাষ করতে দেখা গেলেও ঘোড়া দিয়ে হালচাষ খুব একটা হতো না। তবে      এখন ঘোড়া দিয়েই হালচাষ করা হচ্ছে।

গতকাল সকালে নালিতাবাড়ী-কাকরকান্দী সড়কের পাশেই জয়নুদ্দিনপাড়া এলাকায় ঘোড়া দিয়ে বোরো খেতে মই দিতে দেখা গেছে। মই দেওয়া ঘোড়ার মালিক রফিকুল ইসলাম বলেন, ‘আমার বাবা অনেক আগে থেকেই ঘোড়া পালতেন এবং আবাদের সময় খেতে ঘোড়া দিয়ে মই দিয়ে আসছেন। বাবার ঘোড়াটা মাদি ঘোড়া। তিন বছর আগে একটি বাচ্চা দেয়।

পরের বছর আমি ওই বাচ্চা ঘোড়াটা ২০ হাজার টাকা দিয়ে কিনি। এখন এই ঘোড়া দিয়ে আমি আয় করছি, সংসারের সব খরচ চলছে। প্রতিদিন আমি এই ঘোড়া দিয়ে ৮-১০ একর জমি মই দিয়ে থাকি। এক সিজনে ৬০-৭০ একর জমি মই দেই।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ