ব্রাজিলের কোচ তিতে সরে দাঁড়ানোর পর এ পদটি এখন ফাঁকা আছে। ইতোমধ্যে ব্রাজিলের মিডিয়াতে খবর প্রকাশ হয়েছে, দেশটির ফুটবলের দায়িত্ব নিতে যাচ্ছেন বাইরের হেভিওয়েট কেউ। এ আলোচনায় সবচেয়ে বেশি শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তির নাম।
ইতালিয়ান কোচ আনচেলত্তি রিয়াল মাদ্রিদকে গত মৌসুমেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন। ইতোমধ্যে কোচ হওয়ার ব্যাপারে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের কাছে সম্মতি প্রকাশ করেছেন তিনি।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ব্রাজিলের একটি সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে। জানা গেছে, চলতি মৌসুমের শেষ দিকে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি।
সেলেসাওদের নেতৃত্ব দিতে তাকেই যোগ্য মনে করছে ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ। তাছাড়া ব্রাজিলের মিলিতাও, ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোদের সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আনচেলত্তিই হবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ।
জানা যায়, ব্রাজিলের সঙ্গে তিন বছরের চুক্তি করতে যাচ্ছেন ৬৩ বছরের এই সফল কোচ। তার অধীনেই ২০২৬ বিশ্বকাপ খেলবে ব্রাজিল। সূত্র : ইএসপিএন ব্রাজিল