ভূমিকম্পের ২৪ ঘণ্টারও বেশি সময় পর তুরস্কের কাহরামানমারাস শহরের ধ্বংসস্তূপ থেকে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। তার বয়স ১৪।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
সিএনএন তুর্কির সরাসরি সম্প্রচারে দেখা গেছে, উদ্ধারকারী দল ছেলেটিকে একটি স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছে।
সিএনএন তুর্কির এক প্রতিবেদক এটিকে ‘অলৌকিক ঘটনা’ বলে অভিহিত করেছেন।
ঘটনাস্থল থেকে তিনি বলেছেন, ‘অবশেষে! তাকে উদ্ধার করা হয়েছে’।
শক্তিশালী ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। অনেক ভবন ভেঙে পড়েছে। অনেকে ভবনের নিচে চাপা পড়েছেন। উদ্ধারকাজ চলছে।