29 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

১০২ সন্তানের পিতা মুসা বললেন ‘ঢের হয়েছে, আর না’!

লেখক থেকে আরো

মুসা হাসাইয়া, উগান্ডার নাগরিক। তার সন্তানের সংখ্যা ১০২। পরিস্থিতি এমন যে এখন সব সন্তানের নামও মনে রাখতে পারেন না মুসা।

বর্তমানে ১০২ সন্তান, ৫৭৮ নাতি-নাতনী ও ১২ স্ত্রী নিয়ে সংসার চালাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন মুসা। তাই এই মুহূর্তে এসে তিনি অনুভব করছেন, ঢের হয়েছে এবার থাামা জরুরি।৬৮ বছর বয়সী মুসা বলেছেন, ‘প্রথমে এটা ছিল কৌতুকের মতো কিন্তু এখন এটা কেবলই সমস্যা।’

মুসার স্বাস্থ্য ভেঙে পড়ছে। মাত্র দুই একর জমিতে ফলানো ফসলে তার পক্ষে এতো বড় সংসারের খরচ চালানো একেবারেই অসম্ভব। অভাব থেকে বাঁচতে এরই মধ্যে মুসাকে ছেড়ে গেছে তার দুই স্ত্রী। মুসা বলেন, ‘আমি তাদের মৌলিক চাহিদা যেমন, খাদ্য, শিক্ষা ও কাপড়ের ব্যয়ই বহন করতে পারছি না।’ 

বর্তমানে মুসার কোনো কাজ নেই। যদিও অনেক পর্যটক এখন তার এই বিশাল পরিবার দেখতে যান। মুসা জানিয়েছেন, এখন তার স্ত্রীরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করছেন, যাতে ভবিষ্যতে আর সন্তানের সংখ্যা না বাড়ে।

মুসার ভাষায়, ‘আমার স্ত্রীরা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি নিচ্ছে। তবে আমি নেইনি। আমি আর সন্তান চাই না। আমি আমার দায়িত্বজ্ঞানহীন কাজ থেকে শিখেছি। আমি অধিক সন্তান জন্ম দিয়ে এখন তাদের দেখাশোনা করতে পারছি না।’

মুসা বলেন, ‘আমি কেবল আমার প্রথম ও শেষ সন্তানের নাম মনে রাখতে পারছি। অনেক সন্তানের নামই আমার মনে নেই।’


সূত্র: আল জাজিরা

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ