23 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

ইউক্রেনে অস্ত্র সরবরাহ, পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি পুতিনের

লেখক থেকে আরো

রাশিয়ার জন্য হুমকি হবে এমন সব দেশকে সাবধান করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি দাঁতভাঙ্গা জবাব দেওয়ার প্রতিশ্রুতি নেন। এ ছাড়া কিয়েভকে ট্যাংক সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ায় জার্মানির তীব্র সমালোচনা করেন।

ইউক্রেনে নতুন করে হামলা করতে রাশিয়া তার সৈন্য একত্রিত করছে। জেলেনস্কি এমন সতর্ক করার পরেই, পুতিনের কাছ থেকে এমন হুশিয়ারি এলো।  

পুতিন বলেছেন, ‘এটি অবিশ্বাস্য হলেও সত্য। আমরা আবার জার্মান লেপার্ড ট্যাংকের কারণে হুমকির সম্মুখীন।’

৮০ বছর আগে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর স্তালিনগ্রাদে নাৎসি সৈন্যদের বিরুদ্ধে রেড আর্মির বিজয়ের স্মরণ অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে পুতিন এসব কথা বলেন।  

তিনি আরো যোগ করে বলেন, আমাদের সাড়া দিতে হবে। কারণ রাশিয়ার সঙ্গে এই আধুনিক যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন ধরনের হবে।

ইউক্রেন রাশিয়ার সঙ্গে লড়াইয়ে জন্য পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে। ট্যাংক তো পাচ্ছেই , বর্তমানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমানও চাইছে তারা।

সূত্র: এনডিটিভি।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ