30 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

রেফারিকে ঘুসি মেরে নিষিদ্ধ ফরাসি ফুটবলার

লেখক থেকে আরো

মাঠে রেফারির সঙ্গে ফুটবলারদের ঝামেলা প্রায়ই দেখা যায়। কোনো সিদ্ধান্ত পছন্দ না হলে ম্যাচ পরিচালনাকারী রেফারির প্রতি বিরূপ হয়ে পড়েন ফুটবলাররা। গালাগাল থেকে শুরু করে রেফারির গায়ে হাতও তোলেন অনেক ফুটবলার।

এবার রেফারিকে ঘুসি মেরে ৩০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন ফরাসি এক ফুটবলার। এমন ঘটনা দেখা গেছে ফ্রান্সের অ্যামেচার ফুটবলে। মধ্য ফ্রান্সের লোরিয়ে জেলায় এ ঘটনা ঘটান এক ফুটবলার। যদিও সেই ফুটবলারের নাম এখনো জানা যায়নি।

তবে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফ্যানাটিক বলে উল্লেখ করা হয়েছে। ম্যাচ চলাকালে রেফারির সিদ্ধান্তে খুশি হতে না পেরে ঘুসি মেরে বসেন তিনি। ঘটনাটি মোটেও ছোট করে দেখছেন না আয়োজকরা।

গত ৮ জানুয়ারি ঘটলেও সম্প্রতি তা প্রকাশ্যে এসেছে। স্থানীয় ক্লাব এতেঁত স্পোর্টিভা গাতিনায়িজের হয়ে খেলতেন ওই ফুটবলার। সেই ক্লাবকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। প্রতিযোগিতার আয়োজকদের পক্ষে বেনয়েঁ লেনঁ বলেছেন, ‘যে শাস্তি দেওয়া হয়েছে, তা একেবারে ঠিক। এই ধরনের ফুটবলারদের আর কোনো দিন মাঠে নামা উচিত নয়। ফুটবলের কলঙ্ক এরা।’

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ