28 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১৪, ২০২৪

বান্দরবানে আতঙ্কে গ্রাম ছেড়েছে ৫২ পরিবার

লেখক থেকে আরো

সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানের মুখে আতঙ্কে বান্দরবানের রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মারমা সম্প্রদায়ের ৫২টি পরিবার গ্রাম ছেড়েছে।

রুমা সদরের মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে অবস্থান নিয়েছেন ৫২ পরিবারের ১৪৬ জন সদস্য।

এছাড়া পাইন্দু ইউনিয়নের আশেপাশের আরও বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা গ্রাম ছেড়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গেল কয়েকদিন ধরে পাহাড়ে অভিযান এবং সশস্ত্র সংগঠন কেএনএফের আতঙ্কে কারণে পাইন্দু ইউনিয়নের হ্যাপিহিলপাড়া, বাসত্লাং পাড়া, আর্থাপাড়া, মুননুয়াম পাড়া ও মুয়ালপি পাড়ার বাসিন্দারা অন্যত্র যাচ্ছেন।

এ বিষয়ে রুমা উপজেলা পাইন্দু ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান উহ্লামং বলেন, বিভিন্ন এলাকার অধিকাংশ গ্রামের জনসাধারণ রুমা সদরের মারমা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে আশ্রয় নিয়েছেন। এদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। তাদের খাবার, কম্বল ও থাকার ব্যবস্থা করে দেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তারা রুমা সদরে অবস্থান করবেন।

মারমা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুইপ্রুচিং মার্মা বলেন, আশ্রিতদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। উপজেলা প্রশাসন ত্রাণ বরাদ্দ দিয়েছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত হয়তো তারা এখানে থাকবেন।

প্রসঙ্গত, বান্দরবানের পাহাড়ে নতুন সৃষ্টি হওয়া সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এর সৃষ্টির পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যায়।  তাদের নির্মূলে ২০২২ সালের অক্টোবর মাস থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান পরিচালনা করছে আইনশৃংঙ্খলা বাহিনী।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ