23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবি গার্মেন্টস শ্রমিকদের

লেখক থেকে আরো

ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করে নতুন মজুরি বোর্ড গঠন ও পূর্ণাঙ্গ রেশনিং ব্যবস্থাসহ সাত দফা দাবি জানিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা।

রোববার (২৯ জানুয়ারি) শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়ার আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তারা এসব দাবি জানান।

জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে ১০টি গার্মেন্টস শ্রমিক সংগঠনের জোট গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন।

সমাবেশে বক্তারা বলেন, ২০১৮ সালে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি আট হাজার টাকা নির্ধারণ করে মজুরি বোর্ড গঠন করা হয়েছিল।

এরপর পাঁচ বছর অতিবাহিত হলেও শ্রমিকদের মজুরি বাড়িয়ে নতুন মজুরি বোর্ড গঠনে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই সময়ে তেল, গ্যাস, পানিসহ নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়েছে।

তারা বলেন, উন্নয়ন প্রকল্পগুলো থেকে মন্ত্রী-এমপিরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে। বিদেশে গাড়ি-বাড়ি করছে। অথচ দেশের ৮০ ভাগ বৈদেশিক মুদ্রা আয়ে অবদান রাখা ৪০ লাখ গার্মেন্টস শ্রমিক  নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়া এবং মূল্যস্ফীতির কারণে অনাহারে, অর্ধাহারে জীবনযাপন করছে। শ্রমিকদের মজুরি বাড়লে শুধু শ্রমিকদেরই লাভ হবে না, কারখানা মালিকের আয় থেকে শুরু করে বৈদেশিক আয়ও বাড়বে। এতে দেশেরই লাভ হবে।

এ সময় তারা দাবি পূরণ না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ