27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

দুই ফিলিস্তিনি শিশুকে কাছে টেনে নিলেন এরদোগান

লেখক থেকে আরো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার দুই শিশুকে কাছে পেয়ে আদর করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।  দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আহত দুই শিশু তুরস্কে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছে।

তুর্কি সংবাদমাধ্যম ইয়েনি শাফাক জানিয়েছে, সুস্থ হওয়ার পর বৃহস্পতিবার দুই ফিলিস্তিনি শিশুকে প্রেসিডেন্ট এরদোগানের কাছে নিয়ে আসা হয়।  এ সময় প্রেসিডেন্ট কমপ্লেক্সে তুর্কি নেতা রুদ্ধধার আলোচনা করেন।

খবরে বলা হয়েছে, দুই ফিলিস্তিনি শিশু হলো- ১৩ বছর বয়সি খলিল সালমান এবং তার বোন ১১ বছরের রাহাফ।  গত বছরের ৬ আগস্ট ইসরাইলের দখলদার বাহিনী গাজা উপত্যকায় বিমান হামলা চালালে গুরুতর আহত হয় সালমান ও রাহাফ। 

পরে তুর্কি প্রেসিডেন্টের নির্দেশে একই বছরের ১৮ আগস্ট তাদের তুরস্কে এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়।  দীর্ঘদিন তুরস্কের হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর তারা এখন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠেছে।  এরপর তাদেরকে প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে দেখা করানো হলো।

সূত্র ইয়েনি শাফাক

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ