22 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

এখনো বই পায়নি কুড়িগ্রামের ৪৭ স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা

লেখক থেকে আরো

নতুন বছরের ২৭ দিন পেরিয়ে গেলেও কুড়িগ্রামের রৌমারী ও চররাজীবপুর উপজেলার ৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা বই পায়নি। এই দুই উপজেলার প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রধানদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

উপজেলা দুটির মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, রৌমারীতে ২০২৩ খ্রিষ্টাব্দের ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থী প্রায় ৫ হাজার।

অপরদিকে চররাজীবপুরে এ বছর ষষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থী প্রায় ২ হাজার ৫শ। এসব শিক্ষার্থীদের জন্য বইয়ের চাহিদা পাঠানো হয়েছে। তবে কোনো শিক্ষার্থীই এখনো নতুন বই পাননি। অন্য শ্রেণির শিক্ষার্থীরা কিছু কিছু বই পেয়েছেন।

চররাজীবপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিম উদ্দিন বলেন, এখন পর্যন্ত ষষ্ঠ শ্রেণির বই পাইনি। কবে নাগাদ নতুন বই পাবো তাও জানা নেই।

এদিকে দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বদিউজ্জামান বলেন, ষষ্ঠ শ্রেণির নতুন কোনো বই হাতে পাইনি। অন্য শ্রেণির কিছু বই পেয়েছি। আশা করছি, ফ্রেব্রুয়ারি প্রথম থেকে ক্লাস নেয়া হবে।

চররাজীবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব জানান, কি কারণে ভর্তিকৃত ষষ্ঠ শ্রেণির বই দেয়া হচ্ছে না তা আমার জানা নেই। তবে, বইয়ের ব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে। বই হাতে পেলে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের হাতে দেয়া হবে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ