15 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ২৮, ২০২৫

যে কারণে বিপিএল ছেড়ে দেশে চলে যাচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা

লেখক থেকে আরো

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে ২ ফেব্রুয়ারির মধ্যে নিজ দেশের ক্রিকেটারদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শুরুর ১০ দিন আগে এমন নির্দেশ দিলো দেশটির ক্রিকেট বোর্ড।

ক্রিকেটারদের দেশে ফিরিয়ে আনতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) অনুরোধ করেছে পিএসএল’র ফ্র্যাঞ্চাইজিরা। যার কারণে বাংলাদেশে উপস্থিত থেকে বিপিএলে অংশ নেয়া ক্রিকেটারদেরও এখন দেশে ফিরতে হচ্ছে।

পিসিবির এক মুখপাত্র জানান, ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পিএসএল। এ জন্য খেলোয়াড়দের দেশে ফেরার পরামর্শ দিতে পিসিবিকে অনুরোধ করেছে পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো। যাতে পিএসএল শুরুর আগে খেলোয়াড়রা কিছুটা বিশ্রাম পায়।

চলতি বিপিএলে দুর্দান্ত পারফরমেন্স করছেন পাকিস্তানের ক্রিকেটাররা। নিজ নিজ দলের হয়ে ব্যাট-বল হাতে ছন্দে আছেন মোহাম্মদ রিজওয়ান, ইফতেখার আহমেদ, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, খুশদিল শাহ, নাসিম শাহ, মোহাম্মদ ওয়াসিমসহ আরও অনেকেই।

তবে বোর্ডের নির্দেশ মেনে এবার তাদের ফিরতে হচ্ছে নিহ দেশে। এদিকে, চলমান বিপিএলে বিদেশি ক্রিকেটারের কোটায় সবচেয়ে বেশি ছিলেন পাকিস্তানের ক্রিকেটার। একই সময়ে আর কয়েকটি ফ্র্যাঞ্চাইজি লিগ থাকায় বিপিএলে এবার প্রায় বিদেশি তারকা শূন্য। এর মাঝে পাকিস্তানি ক্রিকেটাররা চলে আর একবার ধাক্কা খাবে বিপিএল, সে আশঙ্কা এখন থেকেই যাচ্ছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ