22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

নয়াপল্টনে বিএনপির সমাবেশ শুরু

লেখক থেকে আরো

রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ সমাবেশ শুরু হয়।

দুপুর দুইটায় অনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১২টার পর থেকে নেতাকর্মীরা জোড়ো হতে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে থাকে।

সমাবেশের কারণে নয়াপল্টনের ভিআইপি সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে এর আশপাশ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ববধায়ক সরকারসহ ১০ দফা দাবি ও গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষ্যে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি সমমনা দলগুলো। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হতে পাবে বলে ধারণা করা হচ্ছে।

সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে বিভিন্ন বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমানসহ, সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ