28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

এবার মোংলা বন্দরে সার বোঝাই জাহাজ ডুবি

লেখক থেকে আরো

মোংলা বন্দরের সার বোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় জাহাজের ৮ কর্মচারী সাঁতরে পাশের জাহাজে উঠতে সক্ষম হয়। জাহাজটিতে ৩১ হাজার ৪৫৯ মেট্রিক টন মিউরেট অব পটাশ সার ছিল।

জানা যায়, বন্দরের হাড়বাড়িয়া-৯ এ অবস্থানরত লাইবেরিয়ার পতাকাবাহী সারের জাহাজ এমভি ভিটা অলিম্পিক নামের একটি জাহাজ থেকে এমভি শাহাজালাল এক্সপ্রেস সার বোঝাই করে। এরপর রাত সাড়ে ১২টার দিকে লাইটারটি পণ্য খালাসের জন্য যশোরের নোয়াপাড়ার উদ্দেশে রওয়ানা দেয়।

কিছু দূর যাওয়ার পর মোংলা বন্দরের বহিনোঙর হাড়বাড়িয়া-৮ এলাকায় এসে পৌঁছালে লাইটারের প্রোপেলার সেভ ভেঙে ইঞ্জিনরুমে পানি ঢুকতে থাকে। এ সময় লাইটারের ৮ কর্মচারী সাঁতরে পাশে থাকা অন্য লাইটারে আশ্রয় নেয়। এর কিছুক্ষণের মধ্যেই লাইটারটি ডুবে যায়।

খবর পেয়ে রাতে উদ্ধার অভিযান শুরু করে বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ