23 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

সিকিমে বেশি সন্তান জন্ম দিলে বেতন বাড়বে নারী কর্মচারীদের 

লেখক থেকে আরো

ভারতের সিকিম রাজ্যে জন্মহার বাড়াতে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। একাধিক সন্তান থাকলে বিশেষ সুবিধা পাবেন নারী সরকারি কর্মচারীরা।

কারণ ভারতে সবচেয়ে কম জন্মহার সিকিম রাজ্যে।  

এনডিটিভিসহ ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েক বছর ধরে উত্তর-পূর্বের এই রাজ্যে আদিবাসী জাতির জনসংখ্যা কমছে। এছাড়াও সাধারণ জনসংখ্যাও নিম্নগামী। সেই হ্রাস আটকাতেই এবার অভিনব পদক্ষেপ নিল সিকিমের প্রেম সিং তামাং-এর সরকার।  

সন্তান উৎপাদনে উৎসাহ দিতে নারী কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা করা হয়েছে। সরকারের সাম্প্রতিক নির্দেশে জানানো হয়, দ্বিতীয় সন্তান প্রসবের জন্য বিশেষ বেতন পাবেন নারী কর্মচারীরা।

অন্য রাজ্যের তুলনায় সিকিমে সবচেয়ে কম সন্তান উৎপাদনের হার। এর ফলে জনসংখ্যার উপরে নেতিবাচক প্রভাব পড়ছে। সেই সমস্যা এড়াতেই নারী সরকারি কর্মীদের আর্থিক পুরস্কার দেওয়ার পদক্ষেপ নিল সিকিম সরকার। আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে সন্তান উৎপাদনের হার বাড়াতেও সাহায্যের কথা ঘোষণা করেন সিকিমের মুখ্যমন্ত্রী।

প্রায় এক বছর আগে ২০২১ সালে ১৪ নভেম্বর ক্যাবিনেট গঠন করে সিকিমের ক্রান্তিকারি মোর্চা। সরকার গড়ার এক বছরের মধ্যেই এমন  পদক্ষেপ নেওয়া হলো।  

প্রসঙ্গত, সন্তান উৎপাদনের হার বাড়াতে এই প্রথম ভারতের কোনো রাজ্য এমন সুবিধার কথা ঘোষণা দিল।  

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারী সরকারি কর্মচারীরা দ্বিতীয় সন্তানের জন্ম দিলে তাদের বেতনে বিশেষ বৃদ্ধি হবে। আর তৃতীয় সন্তান হলে দুবার বাড়ানো হবে বেতন। এর পাশাপাশি আরও জানানো হয়, শিশুর জন্মের পর মায়েরা এক বছরের মাতৃত্বকালীন ছুটি পাবেন। অন্যদিকে সদ্য বাবা হয়েছেন এমন কর্মচারীরা ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি পাবেন।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ