22 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪

এবার সরকারবিরোধী আন্দোলনে উত্তাল স্পেনের রাজপথ

লেখক থেকে আরো

সরকারবিরোধী আন্দোলনে উত্তাল স্পেন। শনিবার (২১ জানুয়ারি) রাজধানী মাদ্রিদে বিক্ষোভে অংশ নেয় হাজার হাজার মানুষ।

বিরোধীদলসহ ১০০টি সংগঠন এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়। রাজধানীর সিটি হলের সামনে জড়ো হয়ে শ্লোগান দেয় তারা।

আয়োজকরা বলছেন, অন্তত ৩০ হাজার বিক্ষোভকারী অংশ নেয় শনিবারের সমাবেশে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে তাদের এই বিক্ষোভ। সরকারের বিরুদ্ধে সংবিধান অবমূল্যায়নের অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সমাবেশে উপস্থিত ছিলেন ডানপন্থি ও রক্ষনশীল দলগুলোর নেতারা।

কাতালান স্বাধীনতাকামীদের মুক্তির সমালোচনা করেন তারা। আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী দলগুলোর সাথে সমঝোতা স্পেনের গনতন্ত্রকে হুমকির মুখে ফেলছে বলে দাবি বিক্ষোভকারীদের।

সূত্র রয়টার্স

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ