16 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫

এবার এমপির ছোট ভাইকে জবাই করে হত্যা

লেখক থেকে আরো

লালমনিরহাট জেলার পাটগ্রাম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ১০ টার দিকে শহর থেকে বাসায় ফেরার পথে তাকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা। এম ওয়াজেদ আলী লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক এম পি ও আওয়ামীলীগ নেতা আবেদ আলীর ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে ফেরার পথে তার বাসার গেটের সামনে এম ওয়াজেদ আলীর উপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার চিৎকারে বাড়ির লোকজন বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তবে হত্যাকান্ডের কারণ ও কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা এখনো জানা যায়নি।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক এ হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এর সাথে কারা জড়িত এবং এ হত্যাকান্ডে রহস্য বের করতে ইতোমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। আমরা আশাকরি দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারবো।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ