29 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

সিটবেল্ট না পরায় জরিমানা দিলেন প্রধানমন্ত্রী

লেখক থেকে আরো

চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরায় জরিমানা গুনতে হলো যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। গতকাল শুক্রবার ল্যাঙ্কাশায়ার পুলিশ তাকে এ জরিমানা করে।

গত বৃহস্পতিবার লন্ডন থেকে পশ্চিম ইংল্যান্ডে যান সুনাক। এ সময় চলন্ত গাড়ি থেকে একটি ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করেন তিনি। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন সুনাক। এ জন্য ক্ষমাও চান তিনি।

এ ঘটনার পরপর পুলিশ জানায়, তারা বিষয়টি তদন্ত করবে। পরে শুক্রবার উত্তর ইংলিশ কাউন্টির ল্যাঙ্কাশায়ার পুলিশ এক বিবৃতিতে সুনাকের নাম উল্লেখ না করে জানায়, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে একজনকে সিটবেল্ট না পরেই ল্যাঙ্কাশায়ারের সড়কে কিছু সময় গাড়ি চালাতে দেখা গেছে। আমরা লন্ডনের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে আজ জরিমানা করেছি।’

যুক্তরাজ্যে যাত্রীরা গাড়িতে থাকাকালে সিটবেল্ট পরতে ব্যর্থ হলে তাঁদের তাৎক্ষণিক ১০০ পাউন্ড জরিমানা হতে পারে। যদি এ-সংক্রান্ত মামলা আদালতে যায়, তাহলে জরিমানা ৫০০ পাউন্ড হতে পারে।

সূত্র বিবিসি

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ