27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ইজতেমার মাঠে ‘খেজুর ছিটিয়ে’ ৭০ বিয়ে

লেখক থেকে আরো

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় এবার ব্যতিক্রম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। চলতি এ আসরে শুধু খেজুর বিলিয়ে যৌতুকবিহীন ৭০টি বিয়ে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে কেবল মেয়েপক্ষের একজন অভিভাবক আর ছেলের উপস্থিতেই এ বিয়েগুলো সম্পন্ন হয়।

আসরের নামাজের পর ইজতেমা ময়দানে ৭০ জোড়া বর-কনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়। ইজতেমার আয়োজক কমিটির সদস্য ও মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পারস্পরিক সম্মতিতে বরেরা মূল বয়ান মঞ্চের সামনে উপস্থিত হন। আর কনেরা নিজেদের গৃহে অবস্থান করেন। বিয়ে শেষে মুসলিম রীতি অনুযায়ী উপস্থিত মুসল্লিদের মাঝে খুরমা-খেজুর বিতরণ ও দোয়া করা হয়।

সকল বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের জন্য মোনাজাত করা হয়। কাল রবিবার সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ