29 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ফেঁসে যেতে পারে আর্জেন্টিনা, তদন্ত শুরু করেছে ফিফা

লেখক থেকে আরো

এবার বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। উদযাপন করতে গিয়ে আর্জেন্টাইনরা সীমা লঙ্ঘন করেছে। সাথে তাদের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে আছে ফিফার বাণিজ্যিক নীতিও ভঙ্গের অভিযোগও।

আর্জেন্টিনা দলের ‘আক্রমণাত্মক আচরণ’-এর বিরুদ্ধে ফিফা ‘শাস্তিমূলক কার্যক্রম’ শুরু করেছে।

অভিযোগ উঠেছে, লিওনেল মেসির দল ‘আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লের নীতিমালা লঙ্ঘন’ এবং ‘খেলোয়াড় ও অফিশিয়ালদের বাজে আচরণ’ সম্পর্কিত ফিফার নীতিমাল ভেঙেছে।

এ জন্য ডিসিপ্লিনারি বিধির ১১ ও ১২তম ধারা মতে তদন্ত শুরু করেছে ফিফা। 

বাঁধভাঙা উল্লাসের সময় সবচেয়ে বেশি মাত্রা ছাড়িয়েছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়ে গোল্ডেন গ্লাভস জয়ের পর অশ্লীল ভঙ্গি করেন তিনি। ড্রেসিংরুমে ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়েও মজা করা হয় মার্তিনেজের নেতৃত্বে। দেশে ফিরেও এমবাপ্পেকে নিয়ে মার্তিনেজ বিদ্রূপ করেছেন। ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এমন উদযাপনের প্রতিবাদ জানিয়ে চিঠিও পাঠিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে ।

মেসির দেশের ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা।


সূত্র: ফিফা

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ