30 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ইরানে সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর

লেখক থেকে আরো

যুক্তরাজ্যের গোয়েন্দাদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি-ব্রিটিশ দ্বৈত নাগরিক আলীরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

শনিবার বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, দুর্নীতি এবং গোয়েন্দা তথ্য দিয়ে দেশের অভ্যন্তরীণ ও বাহ্যিক নিরাপত্তার ক্ষতি করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলীরেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আকবরীকে ব্রিটেনের এমআই-৬ গোয়েন্দা সংস্থার গুপ্তচর হিসেবে অভিযুক্ত করেছিল ইরান। তবে বুধবার বিবিসি ফার্সি সম্প্রচারিত একটি অডিও রেকর্ডিংয়ে আকবরী বলেন, ব্যাপক নির্যাতনের পর তিনি যে অপরাধ করেননি তা স্বীকার করেছেন।

ব্রিটিশ পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি শুক্রবার আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর না করা অনুরোধ করেছিলেন। ব্রিটেন মৃত্যুদণ্ডকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া বৃহস্পতিবার একটি ভিডিও সম্প্রচার করেছে যেখানে বলা হয়েছে, আকবরী ২০২০ সালে ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী, মোহসেন ফাখরিজাদেহের হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছিলেন। এরজন্য বিপুল অর্থ পেয়েছেন বলে অভিযুক্ত করা হয়েছে।

ভিডিওতে, আকবরী হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেননি তবে বলেছেন একজন ব্রিটিশ এজেন্ট ফাখরিজাদেহ সম্পর্কে তথ্য চেয়েছিলেন।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রায়ই রাজনৈতিকভাবে অভিযুক্ত মামলায় সন্দেহভাজন ব্যক্তিদের স্বীকারোক্তি প্রচার করে।

রয়টার্স রাষ্ট্রীয় মিডিয়া ভিডিও এবং অডিওর সত্যতা বা কখন বা কোথায় রেকর্ড করা হয়েছিল তা যাচাই করতে পারেনি।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ