28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ভ্রমণপ্রিয়দের জন্য সুখবর, টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

লেখক থেকে আরো

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল। নানা জটিলতা কাটিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে এমভি পারিজাত ও রাজহংস নামের দুটি জাহাজ।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ দমদমিয়া জেটিঘাট থেকে ছয় শতাধিক যাত্রী নিয়ে জাহাজ দুটি যাত্রা শুরু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের পরিচালক তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে প্রশাসনের সব সেক্টর ও পর্যটন সংশ্লিষ্টদের এক বৈঠকের সিদ্ধান্তে শুক্রবার থেকে জাহাজ চলাচল শুরু করা হয়েছে। কক্সবাজার বিচ ম্যানেজমেন্ট কমিটির সমন্বয়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. আবু সুফিয়ান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সি-ক্রোজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কয়াব) সভাপতি তোফায়েল আহমদ বলেন, নানা প্রচেষ্টার পর বৃহস্পতিবার বৈঠকে টেকনাফ-সেন্টমার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়। একরাতের প্রচেষ্টায় দুই জাহাজে ৬০০ যাত্রী নিয়ে শুক্রবার সকাল সাড়ে ৯টায় আগে পিছে করে জাহাজ দুটি দমদমিয়া ঘাট ত্যাগ করে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ