22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

স্কুলের খাবারে সাপ, হাসপাতালে ৩০ শিশু

লেখক থেকে আরো

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার স্কুলে দুপুরের খাবারে সাপ পাওয়া গেছে বলে অভিযোগ উঠেছে। ওই খাবার খাওয়ার পর অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান।

কর্মকর্তারা বলেছেন, গতকাল সোমবার জেলার ময়ুরেশবর প্রাথমিক স্কুলের অন্তত ৩০ জন শিক্ষার্থী দুপুরের ওই খাবার খেয়ে অসুস্থ হয়। স্কুলের এক স্টাফ যিনি এই মিড-ডে মিল প্রস্তুত করেন, তিনিও দাবি করেছেন, খাবারের এক কনটেইনারে সাপ পাওয়া গেছে।

তিনি বলেছেন, শিক্ষার্থীরা বমি করা শুরু করলে আমরা দ্রুত তাদের রামপুরহাঁট মেডিকেল এন্ড হাসপাতালে নিয়ে যাই।

ব্লক ডেভেলপমেন্ট কর্মকর্তা দীপাঞ্জন জানা সাংবাদিকদের বলেন, দুপুরের খাবার খেয়ে শিশুদের অসুস্থ হওয়ার অভিযোগ বেশকিছু গ্রামবাসী করেছে। আমি প্রাথমিক স্কুলের জেলা পরিদর্শককে এই বিষয় অবহিত করেছি।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ