হঠাৎ করেই বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন গ্যারেথ বেল। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে আর খেলবেন না ৩৩ বছরের এই ফরোয়ার্ড। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে অবসরের কথা জানান বেল নিজেই।
আবেগঘন বার্তায় বেল লিখেছেন, ‘অনেক চিন্তার পর আমি ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। যে খেলাটাকে আমি ভালোবাসি, সেটা খেলতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। এটা সত্যিই জীবনের সেরা কিছু মুহূর্ত উপহার দিয়েছে আমাকে। সামনে যা-ই থাক না কেন, সেই ১৭টি মৌসুমকে ফিরিয়ে আনা অসম্ভব।’
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলে দেওয়া কঠিনতম সিদ্ধান্ত বলে লিখেছেন বেল, ‘ওয়েলস আমার পরিবার। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত আমার ক্যারিয়ারে এ পর্যন্ত নেওয়া কঠিনতম সিদ্ধান্ত। আমি কিভাবে ব্যাখ্যা করব, এই দেশের ও জাতীয় দলের অংশ হওয়াটা আমার কাছে কেমন? আমার জীবনের ওপর এর প্রভাবই বা কেমন, সেটা কিভাবে লিখব? ওয়েলসের জার্সি পরার প্রতিটি মুহূর্ত কেমন অনুভব করেছি, সেটা কিভাবে প্রকাশ করব?’
২০০৬ সালে ওয়েলসের জার্সিতে অভিষেক হয় গ্যারেথ বেলের। এর পর থেকেই দলটির প্রাণভোমরা হয়ে ওঠেন তিনি। ১৭ বছরের ক্যারিয়ারে ওয়েলসের হয়ে ১১১ ম্যাচ খেলে করেছেন ৪১টি গোল।
সূত্র এএফপি