29 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ব্যাংক খাত নিয়ে গুজব ছড়াচ্ছে জামায়াত-শিবির চক্র

লেখক থেকে আরো

দেশের ব্যাংক খাত নিয়ে গুজব ছড়াচ্ছে জামায়াতে ইসলামী ও শিবিরের একটি চক্র। তারা ইসলামী ব্যাংক ও দেশের শিল্প গ্রুপ এস আলম গ্রুপকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সারা দেশে পোস্টার লাগিয়ে গুজব ছড়িয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, চক্রটি দেশ ও বিদেশে বসে ব্যাংকে টাকা নেই, রিজার্ভ নেই, তাই ব্যাংক থেকে আমানত তুলে ফেলার মতো বিভিন্ন গুজব রটাচ্ছে।

এমন অভিযোগের ভিত্তিতে রোববার রাজধানীর বিভিন্ন এলাকা থেকে দেশের ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবির সাইবার ক্রাইম বিভাগ।

গ্রেফতাররা হলেন—মোহাম্মদ নুর উন নবী, আফসার উদ্দিন রোমান, আবু সাঈদ সাজু, স্বাধীন মিয়া ও আব্দুস সালাম।

সম্প্রতি ব্যাংক খাত নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবি প্রধান বলেন, গ্রেফতাররা দেশে ও বিদেশে বসে গুজব ছড়িয়েছে। পাশাপাশি তাদের সহযোগীরা বিশ্বের বিভিন্ন দেশে বসে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাংক খাত নিয়ে গুজব ছড়িয়ে যাচ্ছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ