28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

এবার মার্তিনেসকে স্টুপিড বললেন ইতালিয়ান কোচ

লেখক থেকে আরো

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর অন্যতম কারিগর এমিলিয়ানো মার্তিনেস। অসাধারণ দক্ষতা দেখিয়ে জিতেছেন গোল্ডেন গ্লাভও।

সেজন্য প্রশংসায় ভাসছেন এই গোলকিপার। একইসঙ্গে সমালোচনাও তেড়ে আসছে তার দিকে। সেটা অবশ্য পারফরম্যান্সের কারণে নয়। বিশ্বকাপের পর মার্তিনেসের অঙ্গভঙ্গি ও আচরণ সাড়া ফেলেছে পুরো বিশ্বে।  

গোল্ডেন গ্লাভ হাতে মার্তিনেসের অঙ্গভঙ্গি মেনে নিতে পারেননি অনেকেই। সেই ধারাবাহিকতায় এবার মার্তিনেসকে স্টুপিড বললেন প্রখ্যাত কোচ ফাবিও কাপেলো। ইতালিয়ান পোর্টাল করিয়েরে দেল্লা সেরা মার্তিনেসের আচরণ নিয়ে তিনি বলেন, ‘সে একজন স্টুপিড মানুষ। ’

৭৪ বছর বয়সি কাপেলো এখন অবশ্য কোচিং থেকে অবসরে আছেন। এসি মিলান, রিয়াল মাদ্রিদ, রোমা, জুভেন্তাসের মতো বড় বড় ক্লাবে কোচিং করিয়েছেন তিনি। তাছাড়া কাজ করেছেন ইংল্যান্ড ও রাশিয়ার হয়েও। কাপেলোর আগেও মার্তিনেসের সমালোচনায় মেতেছেন আরও অনেকেই।

ফ্রান্সের বিশ্বকাপ জেতা আদিল রামি বলেছিলেন, ‘মার্তিনেস বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় বিষ্ঠা। ’ লিভারপুল কিংবদন্তি গ্রায়েম সোনেসের বলেন, ‘সে তার দেশ ও নিজেকে লজ্জায় ফেলেছে। ’ ফরাসি ইতিহাসবিদ প্যাত্রিক ভিয়েরা বলেন, ‘আর্জেন্টিনা গোলকিপারের কিছু ছবি আমি দেখেছি, তা আর্জেন্টিনার বিশ্বকাপ অর্জনের উজ্জ্বলতা কিছুটা কমিয়ে দিয়েছে। এমবাপ্পের পুতুল নিয়ে উদযাপন করাটা ছিল একটি বোকামি। ’

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ