প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সপরিবার সাক্ষাৎ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তিনি সাক্ষাৎ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় কাদের সিদ্দিকীর সঙ্গে তাঁর সহধর্মিণী বেগম নাসরিন ও তাঁদের দুই কন্যাও ছিলেন।
সাক্ষাতের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, একেবারেই পারিবারিক কারণে দেখা করতে গিয়েছিলাম। রাজনৈতিক বিষয়ে নয়, পারিবারিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে কাদের সিদ্দিকীকে দাওয়াত দেওয়া হয়েছে। আজ সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনে তিনি উপস্থিত থাকতে পারেন।
একাধিক সূত্র জানায়, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে জোটগত রাজনীতিতে নানা সমীকরণ দেখা যাচ্ছে। এরই মধ্যে বিএনপির সমর্থনে একাধিক জোট গঠন হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকেও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলগুলোকে পক্ষে রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কাদের সিদ্দিকীর সঙ্গে সাক্ষাৎ করলেন।
খ্যাতিমান মুক্তিযোদ্ধা ও একসময়ের আওয়ামী লীগ নেতা কাদের সিদ্দিকী ১৯৯৯ সালে দল ছেড়ে যান।