25 C
Dhaka
সোমবার, নভেম্বর ১১, ২০২৪

ভোটারদের দুধ খাওয়াচ্ছেন গাভী প্রতীকের প্রার্থী

লেখক থেকে আরো

প্রথম দেখায় দুধ বিক্রির দোকান মনে হলেও বাস্তবে তা নয়।  

শুধু ভোটারদের জন্য এই আয়োজন করেছেন নির্বাচনে অংশ নেওয়া গাভী মার্কার এক প্রার্থী।

ল একটি গামলায় গরম করা হচ্ছে কেজি কেজি দুধ। গামলার চারপাশে দুধ পান করার জন্য ভিড় করছেন অনেকেই।

প্রার্থীর এমন ব্যতিক্রমী উদ্যোগে অনেকেই অবাক হয়েছেন।  

গাভী মার্কার ওই প্রার্থীর নাম মাহাবুব রহমান।

তিনি এবার দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের (রেজি. নং রাজ-২৪৫) ত্রি-বার্ষিক নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনাজপুর সদর উপজেলার নোভারা স্কুলে চলছে এ নির্বাচন।  

জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ভোটারদের ক্লান্তি দূর করতে ১০ মণ দুধের ব্যবস্থা করেছেন প্রার্থী মাহাবুব রহমান। এসব ভোটার সেই দুধ পান করছেন।  

জেলার বিরামপুর উপজেলা থেকে আসা ট্রাক চালক সোহরাব হোসেন বলেন, নির্বাচনকে ঘিরে অনেক রকম খাবারের আয়োজন করা দেখেছি। কিন্তু দুধ খাওয়ানোর ব্যবস্থা আজকে প্রথম দেখলাম। শীতের দিনে গরম দুধ খেয়ে ভালোই লাগছে। ওনার মার্কা আবার গাভী, তাই গাভীর দুধ খাওয়ানোর মাধ্যমে তার নির্বাচনের প্রচারণাও হচ্ছে। সব মিলিয়ে আমার কাছে বিষয়টি ব্যতিক্রম লেগেছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ