31 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

পদ্মাসেতু এলাকায় ৫ কি.মি. যানজট

লেখক থেকে আরো

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণবঙ্গগামী লেনে দীর্ঘ ৫ কিলোমিটার যানজট দেখা দিয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে বেলা সাড়ে ১১টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার লৌহজংয়ে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে শ্রীনগর উপজেলার সমষপুর পর্যন্ত এ যানজট দেখা দেয়।

তিন দিনের ছুটিতে দক্ষিণবঙ্গগামী যাত্রীদের যানবাহনের অত্যাধিক চাপের কারণে এমন যানজট সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, কয়েক দিনের ছুটির কারণে শুক্রবার ভোর থেকেই পদ্মা সেতুতে যানবাহন পারাপারে চাপ বাড়তে থাকে।

যানবাহনের অত্যাধিক চাপের মুখে এক্সপ্রেসওয়েতে যানজট সৃষ্টি হয়। বেলা সাড়ে ১১টা পর্যন্ত যানজট অব্যাহত রয়েছে।

যানজট পদ্মা সেতুর টোল প্লাজা থেকে সমষপুর বাসস্ট্যান্ড পর্যন্ত ছাপিয়ে গেছে। ফলে যানবাহনগুলো ধীরে ধীরে চলাচল করছে। যানজট নিরসনে কিছু সময় লাগতে পারে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ