27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

ধীরে ধীরে ফাঁকা হচ্ছে কাতার

লেখক থেকে আরো

কাতার বিশ্বকাপের বর্ণাঢ্য আয়োজন শেষ হয়েছে রোববার (১৮ ডিসেম্বর)। ১২ বছর লেগেছে কাতারের এবারের বিশ্বকাপ-২২ আয়োজনে। অবশেষে সম্পন্ন হলো গত ২৮ দিন ধরে চলা সেই আয়োজন । ফুটবল বিশ্বকাপকে ঘিরে খেলোয়াড়, আয়োজক, সাংবাদিক আর সমর্থকসহ বহু মানুষের সমাগম ঘটে কাতারে। এখন একে একে সবাই ঘরে ফিরছে আর ফাঁকা হচ্ছে রাজধানী দোহা।

অন্যদিনের মতোই এখন কাতারের সকাল। দেশটির বাসিন্দারা টের পাচ্ছেন বিশ্বকাপের আয়োজন শেষ হয়েছে।

রাজধানী দোহার জনপ্রিয় সোক ওয়াকিফের গলিগুলোতে ছিল উপচেপড়া ভিড়। ব্রাজিলিয়ান, আর্জেন্টিনীয়, মরক্কো এবং অন্যান্য কয়েকডজন অংশগ্রহণকারী দেশের ভক্তদের আনাগোনায় পরিপূর্ণ ছিল এই জনপ্রিয় বাজার।

দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যে নির্মাণ করা হয় সোক ওয়াকিফ বাজার। বিশ্বকাপের কথা মাথায় রেখে বাজারটিতে বসানো হয় অসংখ্য শিল্পকর্ম, এটিএম ও টেলিফোন বুথ। প্রায় সব দোকানেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনকারী ৩২টি দেশের পতাকা টাঙানো হয়। ওইসব দেশের পতাকা, জার্সি, শার্ট, স্কার্ফ, শাল, চাবির রিং, পতাকা সংবলিত সানগ্লাস, ব্রেসলেট ও ক্যাপসহ সবকিছুতেই লেগেছিল বিশ্বকাপের ছোঁয়া। সেই বাজারে এখন সুনসান নীরবতা।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ