বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছে লিওনেল মেসির। তাই আর বিশ্বকাপে খেলার কোনো ইচ্ছাই নেই ফুটবল জাদুকরের। তবে এতদিন যে জার্সিতে আর্জেন্টিনার হয়ে খেলেছেন তাতে ছিল দুই তারকা। তাই তিন তারকার আলবিসেলেস্তেদের নতুন জার্সিতে আরও কয়েকটি ম্যাচ খেলতে চান মেসি।
কোচ লিওনেল স্কালোনি কিন্তু প্রিয় শিষ্য মেসিকে ছাড়তে নারাজ। দলের প্রাণভোমরাকে দেখতে চান যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপেও, আগামী বিশ্বকাপের জন্য মেসির জার্সিটা প্রস্তুত রাখতে হবে। লিও খেলা চালিয়ে গেলে সে আমাদের সঙ্গেই থাকবে। নিজের ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র তার নিজের।
শিষ্য হিসেবে মেসিকে পাওয়া সত্যি সুখকর ব্যাপার। কম বয়সেই বিশ্বকাপজয়ী কোচ বনে যাওয়া স্কালোনি জানালেন তেমনটাই, মেসি ও তার সতীর্থদের কোচিং করানোটা খুবই আনন্দের। কারণ সতীর্থদের মাঝে সে যা ছড়িয়ে দেয়, তা এক কথায় অবিশ্বাস্য। সে আমাদের অনেক কিছুই দেয়।
বিশ্বকাপ জিতে গর্বিত স্কালোনি। একই সঙ্গে যারপরনাই খুশি এই আর্জেন্টাইন ফুটবল গুরু, গর্বিত আমি। বিশ্বকাপ জিতে খুবই আনন্দিত।