স্বাধীনতার পতাকা উত্তোলক, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, গণমানুষের মুক্তির পথ রুদ্ধ করে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা দখলে রেখে সরকার গোটা দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার পাঁয়তারা করছে। নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র দিয়ে জমিদারতন্ত্র কায়েমের মাধ্যমে সমগ্র দেশের রাজনীতি ও অর্থনীতিকে সরকার জিম্মি করে ফেলেছে। গণতন্ত্র, সুশাসন ও ভোটাধিকারের ন্যূনতম শর্ত পালন না করে অন্যায্য বল প্রয়োগের মাধ্যমে সংঘাত, সংঘর্ষ ও রক্তপাতকে উস্কে দিচ্ছে। যার পরিণতি হবে ভয়াবহ।
সোমবার রাজধানীর উত্তরাস্থ বাসভবনে অনুষ্ঠিত জেএসডি কাউন্সিল উত্তর স্থায়ী কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে আ স ম আবদুর রব এসব বলেন।তিনি আরও বলেন, গণমানুষের জন্য অংশীদারিত্ব ভিত্তিক ‘গণশাসন’ প্রবর্তনে রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের দাবি এখন জাতীয় রাজনীতিতে প্রধান এজেন্ডা হিসেবে পরিগণিত হচ্ছে। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে এবং রাজনৈতিক-অর্থনৈতিক সমতা ভিত্তিক সমাজ নির্মাণে জেএসডি ১০ দফা জাতির সামনে হাজির করেছে, যার বাস্তবায়ন অপরিহার্য হয়ে পড়েছে।
স্থায়ী কমিটির সভায় দেশের সর্বশেষ আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি ও ভূরাজনৈতিক বাস্তবতার উপর আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব, অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজ মিয়া, তৌহিদ হোসেন, হীরালাল চক্রবর্তী, অ্যাডভোকেট কে এম জাবির, ডা. জবিউল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন এবং মোহাম্মদ ইলিয়াস মিয়া প্রমূখ নেতৃবৃন্দ।