28 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪

মিরাজ-মাহমুদউল্লাহর সেঞ্চুরি জুটিতে লড়াকু পুঁজির পথে বাংলাদেশ

লেখক থেকে আরো

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক জুটি গড়লেন মাহমুদউল্লাহ রিয়াদ আর মেহেদি হাসান মিরাজ। মিরাজ তুলে নিলেন ক্যারিয়ারের তৃতীয় ফিফটি। মাহমুদউল্লাহও হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে।

তাদের জুটি এরই মধ্যে সেঞ্চুরি পার করে ফেলেছে। বাংলাদেশও যাচ্ছে লড়াকু সংগ্রহের পথে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ১৭৮ রান।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসভাগ্য ছিল বাংলাদেশের পক্ষে। প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক লিটন দাস।

লিটনের সঙ্গে আজ ওপেন করেন এনামুল হক বিজয়। শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু সেই ভালোটা বেশিক্ষণ রইলো না। ৯ বলে ২ বাউন্ডারিতে ১১ রান করা বিজয় জীবন পেয়েও সেটা হেলায় নষ্ট করলেন।

মোহাম্মদ সিরাজের করা ইনিংসের দ্বিতীয় ওভারের চতুর্থ বলে স্লিপে সহজ ক্যাচ দিয়েছিলেন বিজয়। কিন্তু রোহিত শর্মা সেই ক্যাচ ফেলে দেন। হাতে ব্যথা পেয়ে মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। পরের বলেই আউট বিজয়।

২৪ বলে ২ বাউন্ডারিতে মুশফিকের ব্যাট থেকে আসে ১২ রান। সুন্দরের তার ঠিক পরের বলেই আফিফ হোসেন লাইন মিস করে হন বোল্ড (০)।

১৯তম ওভারে ৬৯ রানেই নেই ৬ উইকেট। বাংলাদেশের জন্য বড় লজ্জাই অপেক্ষা করছিল। তবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লড়াই করেছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ আর আগের ম্যাচের নায়ক মেহেদি হাসান মিরাজ।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ