31 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

ওমরাহর ভিসা নিবন্ধনে বাংলাদেশসহ ৫ দেশের জন্য নতুন নিয়ম

লেখক থেকে আরো

ওমরাহর ভিসা নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যসহ পাঁচটি দেশের জন্য নতুন নিয়ম চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। শনিবার (৩ ডিসেম্বর) মন্ত্রণালয়ের ওয়েভসাইটে এ তথ্য জানানো হয়েছে। অনলাইনে ওমরাহর ভিসার জন্য এসব দেশ থেকে আসা ব্যক্তিদের আঙুলের ছাপ যুক্ত করতে হবে বলে জানানো হয়েছে। এই পাঁচ দেশ হলো বাংলাদেশ, যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া। সৌদি গেজেট

হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলছে, এ নিয়ম চালু করার লক্ষ্য হলো সৌদি আরবের বন্দরগুলোর মাধ্যমে যারা ওমরাহ পালন করতে আসছেন, তাদের সফরকে সহজ করা। এ ছাড়া হজযাত্রীদের ডিজিটাল সুবিধা বাড়াতেও এ নিয়ম চালু করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, যারা ওমরাহর ভিসা নিবন্ধনের জন্য আঙুলের ছাপ দিতে চান, তাদের অবশ্যই (সৌদি ভিসা বায়ো) আবেদন ফরম ডাউনলোড করতে হবে। এরপর ভিসার ধরন বেছে নিতে হবে। পরিচয় যাচাই করার জন্য পাসপোর্ট স্ক্যানে চাপ দিতে হবে।

এরপর সামনের ক্যামেরা দিয়ে মুখমণ্ডলের সম্পূর্ণ ছবি তুলতে হবে। ছবিটি পাসপোর্টে থাকা নিজের ছবির সঙ্গে মিলতে হবে। এরপর ক্যামেরার মাধ্যমে ১০টি আঙুলের ছাপ দিতে হবে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ