27 C
Dhaka
সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

ব্রাজিল এখনও ফেবারিট— বললেন মেসি

লেখক থেকে আরো

গ্রুপ পর্বের শেষ ম্যাচের পর বিশ্রামের সুযোগ পাননি লিওনেল মেসিরা। দুই দিন পরই দ্বিতীয় রাউন্ডের ম্যাচ ছিল বলে নেমে পড়তে হয়েছিল অনুশীলনে। তবে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর কিছুটা ফুরসত মিলেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ আটের ম্যাচের আগে বিরতি পাওয়া গেছে ছয় দিন।

আর্জেন্টিনা, নেদারল্যান্ডসের পর শেষ আটে উঠেছে ফ্রান্স ও ইংল্যান্ড। আজ একই অভিযানে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে হারিয়ে শেষ ষোলোতে ওঠা দক্ষিণ কোরিয়া।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সার্বিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ শুরুর পর একটা ধাক্কা খেয়েছে। গ্রুপের শেষ ম্যাচে হেরে গেছে ক্যামেরুনের কাছে।

তাহলে কি কাতার বিশ্বকাপের অন্যতম ফেবারিট ব্রাজিলকে যতটা শক্তিশালী ভাবা হয়েছিল, ততটা তারা নয়? আর্জেন্টিনার লিওনেল মেসি তেমনটা ভাবছেন না।

শিরোপার দৌড়ে ব্রাজিল বেশ ভালোভাবেই আছে বলে মনে করেন তিনি, ‘যতটা সম্ভব পারা যায় বিশ্বকাপের খেলাগুলো দেখার চেষ্টা করছি। আমি শুরু থেকেই বলে আসছি যে ব্রাজিল অন্যতম ফেবারিট। ওরা ভালো খেলছে। ক্যামেরুনের কাছে হেরে যাওয়ার পরও বিশ্বকাপের বড় ফেবারিটদের একটি ব্রাজিল।’

অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর আর্জেন্টাইন গণমাধ্যম ওলে’র সঙ্গে কথা বলেছেন মেসি। সেখানে ব্রাজিলের পাশাপাশি ফ্রান্স এবং স্পেনকেও শিরোপার দাবিদার আখ্যা দিয়েছেন মেসি, ‘ফ্রান্স আর স্পেনও ফেবারিট। দুটি দলই ভালো খেলছে। কখন কীভাবে খেলতে হবে, সেটা নিয়ে ওরা পরিষ্কার ধারণা রাখে।’

তবে জার্মানির বাদ পড়া একটু বেশিই অবাক করেছে মেসিকে, ‘জার্মানির ছিটকে পড়াটা বিস্ময়ের। ওদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আছে, তারুণ্যনির্ভর দল। সব সময়ই ওরা সেরাদের কাতারে থাকে। যে কারণে গ্রুপ পর্ব থেকে বাদ পড়তে দেখে আমি বিস্মিত হয়েছি। তবে এটিও বোঝা যাচ্ছে যে বিশ্বকাপ কতটা কঠিন। বোঝা যাচ্ছে, প্রতিটি দলই এখানে কতটা সমান। নামে কিছু আসে যায় না, মাঠে যা ঘটে, সেটিই আসল।’

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ