27 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

যে কারণে ১৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে না ‘কারাগার-২’

লেখক থেকে আরো

চলতি মাসের ১৫ তারিখে মুক্তি পাওয়ার কথা ছিলো আলোচিত সিরিজ ‘কারাগার’ এর দ্বিতীয় কিস্তি। কিন্তু হঠাৎ করেই এর মুক্তি পেছানো হয়। এমনটাই জানান সিরিজটির নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী। আর এতে বিরক্তি প্রকাশ করেছেন সিরিজটির অভিনেতা চঞ্চল চৌধুরী।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিরক্তি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘কারাগার-২’ সিনেমার মুক্তির তারিখ এক সপ্তাহ পেছানোয় আমারও মেজাজ অনেক খারাপ হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মুক্তি পাবে সিরিজটির দ্বিতীয় কিস্তি ‘কারাগার টু’। বিষয়টি নিশ্চিত করে তিনি আরও লিখেছেন, মূলত বিশ্বকাপ ফুটবলের কারণেই তারিখ পেছানো হয়েছে। ২২ ডিসেম্বর শুধুমাত্র হইচইতে মুক্তি পাবে সিরিজটি।

সিরিজটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তাকে একজন বন্দির চরিত্রে দেখা গেছে ওয়েবটিতে। সিরিজটির প্রথম কিস্তিতে দেখা যায়, কারাগারে ২৫০ বছর ধরে বন্দি রয়েছেন চঞ্চল। পর্দায় তাকে মীরজাফরের খুনি বলে দাবি করেন অভিনেতা।

চঞ্চল ছাড়াও ওয়েব সিরিজে আরও অভিনয় করেছেন বিজরী বরকতুল্লাহ, ফারিণ, আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, নাঈম, প্রমুখ।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ