27 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

আজ থেকে শুরু কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই

লেখক থেকে আরো

মাঝে একদিনও বিরতি নেই। কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে ‘রাউন্ড অব সিক্সটিন’ বা শেষ ষোলোর লড়াই। প্রথম দিন খেলবে চার দল, দুটি ম্যাচ।

খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

অন্যদিকে রাত একটায় লড়বে এবারের বিশ্বকাপের হট ফেবারিট আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে।

গ্রুপপর্বে তিন ম্যাচে এক জয় আর দুই ড্র নিয়ে ওয়েলস আর ইরানকে পেছনে ফেলে দ্বিতীয়পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে ওয়েলসের সঙ্গে, পরের ম্যাচে ইংল্যান্ডকে রুখে দেয় ০-০ সমতায়।

শেষ ম্যাচে ইরানকে হারায় ১-০ গোলে। ফলে ‘বি’ গ্রুপে রানারআপ হয় যুক্তরাষ্ট্র।

নেদারল্যান্ডস ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রেখেছে। তিন ম্যাচের দুটিতে জয়, একটিতে ড্র করেছে তারা। প্রথম ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারানোর পর ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র করে। শেষ ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ হারায় ডাচরা।

অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় সৌদি আরবের কাছে। ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়ে সৌদি আলবিসেলেস্তেদের হারিয়ে দেয় ২-১ ব্যবধানে।

তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেন লিওনেল মেসিরা। মেক্সিকো এবং পোল্যান্ড দুই দলের সঙ্গেই ২-০ ব্যবধানের জয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শেষ ষোলোতে এসেছে ‘ডি’ গ্রুপের রানারআপ হয়ে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়া আর ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে সকারুরা।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ