28 C
Dhaka
শনিবার, সেপ্টেম্বর ২১, ২০২৪

বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়ল বিমান

লেখক থেকে আরো

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে গতকাল রবিবার রাতে বিদ্যুতের তারের ওপর ভেঙে পড়েছে ছোট আকারের একটি বিমান। মন্টগোমারিতে ওই ঘটনায় কেউ হতাহত না হলেও পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, এই দুর্ঘটনার ফলে প্রায় ৯০ হাজার বাড়ি বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। মন্টগোমারির প্রায় এক-তৃতীয়াংশ অঞ্চল অন্ধকারে ডুবে যায়।

বিমানটি ঠিক কী কারণ ভেঙে পড়েছে, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন। জানা গেছে, প্রায় ১০ তলা বাড়ির সমান উচ্চতা থেকে বিমানটি ভেঙে পড়েছে।  

এনডিটিভি জানিয়েছে, বিমানটি যে অঞ্চল দিয়ে যাচ্ছিল, সেখানে ওই সময় প্রবল বৃষ্টিপাত হচ্ছিল। বিমান দুর্ঘটনাটির সঙ্গে বৃষ্টিপাতের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্টগোমারি পুলিশ এক টুইট বার্তায় জানিয়েছে, বিদ্যুৎ সংযোগ ফেরা না পর্যন্ত বিপর্যস্ত এলাকা যথাসম্ভব এড়িয়ে যাওয়া উচিত। সবাইকে বিষয়টি মেনে চলার অনুরোধ জানানো হয়।

সূত্র: এনডিটিভি

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ