28 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৩, ২০২৪

বাংলাদেশি নারীদের উদ্দেশ্যে এ কী বললেন নোরা ফাতেহি!

লেখক থেকে আরো

গত শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সফরে আসেন বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি। রাতে অংশ নেন উইমেন লিডারশিপ করপোরেশন আয়োজিত গ্লোবাল এচিভার্স অ্যাওয়ার্ড ২০২২-এ। এদিন তিনি দুপুর ১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

নোরা ফাতেহি রাত ৯টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরার গল্পগুচ্ছের মঞ্চে ওঠে উড়ন্ত চুমু দর্শকের উদ্দেশ্যে ছুড়ে দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, ঢাকায় এসে আমার খুবই ভালো লাগছে। এটা আমার দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফর। আমি খুবই আনন্দিত বোধ করছি।’ এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘লাভলি এনার্জি গাইজ, লাভলি…’

বাংলাদেশের নারী ক্ষমতায়ন পরামর্শে এই বলিউড তারকার বলেন, ‘আমি নারীদের উদ্দেশ্যে একটি কথা বলবো আত্মবিশ্বাসী হও, নিজের ওপর আস্থা রাখো, নারীর ক্ষমতায়নে এটাই একমাত্র উপায়। নিজেকে শিক্ষিত করে গড়ে তোলো। শিক্ষা প্রতিষ্ঠানে যাও।’

তবে যে নাচের কারণে এত খ্যাতি, যে কারণে কোটি কোটি ভক্ত অনুষ্ঠানে সেই নাচই করতে দেখা যায়নি নোরাকে। নারীদের হাতে পুরস্কার তুলে দিয়েই সন্তুষ্ট থাকতে দেখা গেছে তাকে।

নোরা ফাতেহির শনিবার অনুষ্ঠান শেষে বিকালে বাংলাদেশ ছাড়ার কথা থাকলেও কাতার বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভোর ৪টায় বাংলাদেশ ত্যাগ করেন তিনি।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ