আর্জেন্টিনার অন্যতম বড় তারকা লিওনেল মেসি। তাকে ঘিরেই আর্জেন্টাইনদের গেমপ্ল্যান তৈরি করা হয় বলেই এতদিন সবাই জানত। তবে মেসির সতীর্থ ও প্রিয়বন্ধু আনহেল ডি মারিয়া বলছেন অন্য কথা। কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, বরং দল হিসেবে পারফর্ম করতে চায় আর্জেন্টিনা।
তাই সবসময় মেসিকে বল দেওয়া জরুরি নয়।
বিশ্বকাপের আগে ‘লা নাসিওন’কে দেওয়া সাক্ষাতকারে আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘মেসি বিশ্বের সেরা। সে ভিনগ্রহের। এ কথা বলতে আমার মোটেই ক্লান্ত লাগে না। আবারও বলছি মেসির সঙ্গে খেলতে পারাই আমার জীবনের সেরা অর্জন। একসঙ্গে অনেক বছর ধরে জাতীয় দলে খেলছি। ক্লাব ফুটবলেও একসঙ্গে খেলা হয়েছে। তার সঙ্গে খেলতে পারা স্বপ্ন সত্যি হওয়ার মতো। ‘
কিছুদিন আগে আর্জেন্টিনা কোচ স্কলোনা দল হিসেবে খেলার কথা বলেছিলেন। তার সঙ্গে সুর মিলিয়ে ডি মারিয়া বলেন, ‘মাঠে সবসময় মেসির সঙ্গে সেঁটে থাকার চেষ্টা করি। বল নিয়ে তাকেই খুঁজি। তবে সবসময় মেসিকে বল দেওয়া জরুরি নয়। কখন তাকে বল দিতে হবে সেটা ভাবতে হবে। যদিও সে ভিনগ্রহের, তারপরও মাঝে মাঝে অন্য সিদ্ধান্ত নিতে হবে। ‘