21 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪

কাতারে আটক বিশ্বকাপ টিকিট কালোবাজারি

লেখক থেকে আরো

 বিশ্বকাপ টিকিট কালোবাজারি করার অভিযোগে বিদেশী তিন নাগরিককে আটক করেছে কাতারের স্থানীয় পুলিশ। টিকিট কালোবাজারির এটাই এবারের বিশ্বকাপের প্রথম ঘটনা।

দোহার অফিসিয়াল টিকিট সেন্টারের বাইরে থেকে তিনজনকে আটক করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  খবর- বাসসের

টুইটারে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তিনজন ভিনদেশী নাগরিককে আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে। তারা তিনজন ভিন্ন ভিন্ন দেশের নাগরিক, তবে কোন দেশের তা স্পষ্ট করে জানানো হয়নি।

শুধুমাত্র বলা হয়েছে অফিসিয়াল আউটলেটের বাইরে এ তিনজন অবৈধভাবে টিকিট বিক্রি করার সময় পুলিশ তাদেরকে আটক করে। আটককৃতরা যতগুলো টিকিট বিক্রি করেছে তার প্রতিটি বাবদ আড়াই লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে।

প্রতিদিনই প্রিয় দেশের খেলা দেখার আশায় দোহায় অবস্থিত টিকেটিং সেন্টারের বাইরে হাজারো সমর্থকের লাইন বাড়ছে। বিশ্বকাপের অবৈধ ব্যবসার সাথে জড়িতদের ব্যপারে ফিফা ও কাতার সরকার অনেকবারই সতর্ক করেছে।

spot_img

সম্পর্কিত নিবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisement -spot_img

সাম্প্রতিক সংবাদ