কাতার বিশ্বকাপকে সামনে রেখে শুক্রবার (১১ নভেম্বর) শক্তিশালী দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি। ২৬ সদস্যের দলের বাইরেও রিজার্ভ হিসেবে আরও চার জনকে বিবেচনা করছেন তিনি। খবর আর্জেন্টাইনভিত্তিক ক্রীড়া সংবাদমাধ্যম মুন্ডো আলবিসেলেস্তের।
লিওনেল স্ক্যালোনির রিজার্ভ দলে বিবেচিত হচ্ছেন হুয়ান মুসো, ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাডা ও অ্যাঞ্জেল কোরেয়া। এরা কেউই ২৬ সদস্যের দলে জায়গা করে নিতে পারেননি।
আর্জেন্টিনা সবশেষ বিশ্বকাপ জিতেছিল ১৯৮৬ সালে। দীর্ঘ দিনের সেই শিরোপা খরা এবার কাটাতে চায় মেসি বাহিনী। সে লক্ষ্যেই ভেবেচিন্তে খেলোয়াড় বাছাই করেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। লিওনেল মেসি সেখানে তার সবচেয়ে বড় ভরসার নাম। তার নেতৃত্বেই তো গত বছর কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আলবিসেলেস্তে শিবির।
ব্রাজিলের বিপক্ষে গত বছর কোপা আমেরিকার ফাইনালে একমাত্র গোলটি করেছিলেন অ্যাঞ্জেল ডি মারিয়া। সেই জয়ের নায়কও আছেন ২৬ সদস্যের দলে। ২০১৪ সালের বিশ্বকাপের শেষভাবে ইনজুরিতে পড়েছিলেন তিনি। অনেকে মনে করেন, মারিয়া থাকলে সেবার জার্মানির শিরোপা জেতার পরিবর্তে চিত্রটা অন্য রকমও হতে পারত।